ওয়েব ডেস্ক: শুরুতেই ধাক্কা। চার মাসের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে বর্ধমানের মিষ্টি বাংলা হাব। চলতি বছরের  শুরুতেই  ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হয়েছিল মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের। মিষ্টি হাবে রয়েছে মোট ১৫টি দোকান। তারমধ্যে খুলেছে মাত্র দুটি। বিক্রি বাটা না হওয়ায় দুই দোকান মালিকেরই করুণ অবস্থা।


বর্ধমানের মিষ্টি বাংলা হাব। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। সীতাভোগ থেকে চমচম, মিহিদানা থেকে ক্ষীরচমচম। মিষ্টি জগতের সব রথীমহারথীরই সন্ধান মিলবে এখানে। মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নকে সফল করতেই মোট ২৩ কাঠা জমির ওপর তৈরি হয়েছে হাব। বর্ধমানের দু নম্বর জাতীয় সড়কের পাশে বামচাঁদাইপুরে মিষ্টি বাংলা হাবে একটি বড় হলঘর ছাড়াও রয়েছে ১৫টি দোকান।  জানুয়ারিতেই উদ্বোধন হয়েছে। তারপর কেটে গেছে প্রায় চার মাস। ১৫টি দোকানের মধ্যে চালু হয়েছে মাত্র দুটি দোকান। সব ধরণের মিষ্টিও নেই দুটি দোকানে। সব মিলিয়ে বেজায় সঙ্কটে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।