নিজস্ব প্রতিবেদন: বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া- দুর্লভপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোড়ের উপর রহড়াবনি মোড়ের কাছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ ব্যক্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস বড়জোড়ার দিক থেকে দুর্লভপুরের দিকে যাচ্ছিল । সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লৌহ আকরিক বোঝাই লরি নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসটিকে। ধাক্কায় বাসের ছাদে থাকা এক যাত্রী ছিটকে পড়েন ওই বাসেরই চাকার নিচে।


আরও পড়ুন: ব্যান্ডেলে দশম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যের কারণ ভাবাচ্ছে পুলিসকে!


বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় মালিয়াড়া গ্রামের বাসিন্দা মুচিরাম ধীবর নামে ওই ব্য়ক্তির।  উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়জোড়া থানার পুলিস। আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।