নিজস্ব প্রতিবেদন সোমবার থেকে বাস-ট্যাক্সিতে বর্দ্ধিত  ভাড়া। বাসে উঠলেই দিতে হবে ৭ টাকা। মিনিবাসে সর্বনিম্ন  টিকিট ৮ টাকা। ট্যাক্সিতে মিটার ডাউন ৩০ টাকায়। আগেই বিজ্ঞপ্তি জারি করে আগেই  জানিয়েছিল পরিবহণ দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 সাধারণ বাসে


# প্রথম ৪ কিলোমিটারের জন্য টিকিটের ভাড়া ৭ টাকা।


#  ৪-১২ কিলোমিটারেক জন্য ভাড়া দিতে হবে ৯ টাকা।


# ১২-১৬ কিলোমিটারের জন্য ভাড়া দিতে হবে ১০ টাকা


#  ১৬-২০ কিলোমিটার যেতে দিতে হবে ১১ টাকা


# ২০-১৪ কিলোমিটার যেতে দিতে হবে ১২ টাকা


আরও পড়ুন:  প্রেমিকের সঙ্গে ফেসবুক লাইভে ছাত্রী যা করলেন, জানলার ফাঁক দিয়ে তা দেখে স্তম্ভিত মা!


মিনিবাস ও সরকারি বাসের ক্ষেত্রে


# প্রথম ৩ কিলোমিটারের জন্য দিতে হবে ৮ টাকা ভাড়া


#  ৩ থেকে ৬ কিমিতে ভাড়া হবে ৯ টাকা


 # ৬ থেকে ১০ কিলোমিটারে ১০ টাকা


#  ১০ থেকে ১৬ কিলোমিটারে ভাড়া ১১ টাকা


ট্যাক্সিতে উঠলে প্রথম ২ কিলোমিটারের জন্য ২৫ টাকার জায়গায় এখন থেকে দিতে হবে ৩০ টাকা।  তারপর প্রতি কিমিতে বাড়ছে ১৫ টাকা করে ভাড়া দিতে হবে।