ফারাক্কায় বাস ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত ৭, জখম বহু
বাসটি শিলিগুড়ি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। জানা গিয়েছে বাস-তেলের ট্যাঙ্কারের সংঘর্ষেই দুর্ঘটনা ঘটে।
নিজস্ব প্রতিবেদন: ফারাক্কার NTPC মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘোলা কান্দির কাছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাস ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৭ জন। জখম আরও অনেকে। বাসটি শিলিগুড়ি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। জানা গিয়েছে বাস-তেলের ট্যাঙ্কারের সংঘর্ষেই দুর্ঘটনা ঘটে।
শিলিগুড়ি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি। যাত্রীরা ঘুমোচ্ছিলেন তখন। উল্টোদিকে কলকাতা থেকে অসম যাচ্ছিল তেলের ট্যাঙ্কার। মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। মৃত্যু হয় বাস চালক অজয় সিংহ ও ট্যাঙ্কার চালক সনু কুমারের। আহতদের জঙ্গিপুর ও মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মালদহে ফাঁকা বাড়িতে ৩ বছরের শিশুকে যৌন নিগ্রহ, পলাতক প্রতিবেশী যুবক
ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুটি লেন। তা সত্ত্বেও কেন দুর্ঘটনা? তাহলে কি ঘুমিয়ে পড়েছিলেন চালকরা? নাকি অন্য কারণ তদন্ত করছে পুলিস।