উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার শুনানি মঙ্গলবার, সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ
আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ জুলাই মামলার শুনানি করবেন বিচারপতি সুব্রত তালুকদার এবং সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
নিজস্ব প্রতিবেদন: উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে নিয়োগে বেনিয়মের অভিযোগে দায়ের হয়েছে একাধিক মামলা। আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ জুলাই মামলার শুনানি করবেন বিচারপতি সুব্রত তালুকদার এবং সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
সোমবারই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা, উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে এই বদল চান। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে ওঠে মামলা।
আরও পড়ুন, পিএসি-মুকুল নিয়ে রাজ্যে রাজ্যে নথি পাঠাচ্ছে BJP, দেশজুড়ে TMC বিরোধী প্রচারে Suvendu
৩০ জুন সার্ভিস কমিশনকে ওই দিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন বিষয়ভিত্তিক নম্বর উল্লেখ করে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে। সেই মতো ৮ জুলাই ইন্টারভিউ তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকা মেনে দ্রুত শিক্ষক নিয়োগ নির্দেশ দেন বিচারপতি।
যদিও এই রায়ে অসন্তোষ প্রকাশ করেই উচ্চতর বেঞ্চে মামলা ওঠে। কমিশনের ওপর কোনও ভরসা নেই তাঁদের, এমনটাই জানান মামলাকারীরা। বেনিয়মের অভিযোগের বিচার করে নিয়োগ প্রক্রিয়ার রায় চান তাঁরা।