নিজস্ব প্রতিবেদন: বিজেপির রথযাত্রা নিয়ে আদালতে দড়ি টানাটানির মধ্যেই বিচারপতির চরম তিরস্কারের মুখে পড়ল রাজ্য সরকার। বিজেপির কর্মসূচি নিয়ে রাজ্য সরকারের শীর্ষস্তরীয় আমলাদের অবস্থানকে একের পর এক প্রশ্নে বিঁধলেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। প্রশ্নবানে কুপোকাত হলেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক নজরে দেখে নিন এদিন কীভাবে বিচারপতিদের প্রশ্নবাণে জর্জরিত হয় রাজ্য 


# দেড় মাস লাগে অনুমতি দিতে?


# বিজেপির চিঠির কী উত্তর দিয়েছেন?


# আবেদনকারী আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন।


# আপনারা আলোচনায় বসছেন না কেন?


# সমস্ত কিছুই তো অনুমানের ভিত্তিতে চলছে দেখছি। 


# অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাদের নীরবতা কেন?


# আপনারা তো কর্মসূচি ছোট করতে বলতে পারতেন। কিন্তু তেমন কিছুই করেননি। তেমনটা করলেই ঠিক হতো।


# গোয়েন্দা রিপোর্ট নিয়ে কোনও কথা বলব না।


# কর্মসূচির বহর কমাতে অনুরোধ করেননি কেন? 


আপাতত অনুমোদন নয়, বিজেপির সঙ্গে আলোচনা করে রথযাত্রার সিদ্ধান্তের ভার রাজ্যকেই


# আপনারা বলতে পারতেন ১,০০০ এর বেশি মানুষ নিয়ে কর্মসূচি পালন করা যাবে না। 


# ৫ নভেম্বর করা আবেদনে ৬ ডিসেম্বর পর্যন্ত পদক্ষেপ করেননি। কী বাধা ছিল? 


# আপনারা আবেদনকারীদের একটা জবাব পর্যন্ত দেননি। সব দায় কি আদালতের?


# এমন অনৈতিক রাজ্যে পরিণত হতে দেবেন না যেখানে বিরোধীদের কর্মসূচি পালনের স্বাধীনতা নেই। 


# এক মাস ধরে চুপচাপ বসে থাকলে আমরা মেনে নেব না। 


# শীতঘুম থেকে উঠুন।