আলিপুরদুয়ার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহ্স্পতিবার প্রথম দফায় ভোটগ্রহণ হবে আলপুরদুয়ার কেন্দ্রে। গতবার এই কেন্দ্রটি তৃণমূলের দখলেই ছিল। ওই কেন্দ্রের সাংসদ দশরথ তিরকে এবারেও তৃণমূলের প্রার্থী হয়েছেন। গত বার বিজেপি এবং আরএসপি উল্লেখযোগ্য ফল করে। বিজেপি এই কেন্দ্রে বেশ শক্তিশালী বলে মনে করা হয়। দেখে নিন এক নজরে ওই কেন্দ্রের দাঁড়ানো প্রার্থীদের ব্যক্তিগত খতিয়ান। 


তৃণমূল- দশরথ তিরকে
বয়স- ৫২ বছর
ঠিকানা- 

কুমারগ্রাম টি গার্ডেন, নিউল্যান্ডস, আলিপুরদুয়ার।

আয়-  প্রার্থী- ২০১৭-১৮ অর্থবর্ষে ৬ লক্ষ টাকা তাঁর আয়। গত পাঁচ বছরে প্রায় ৮ গুণ আয় বেড়েছে দশরথ তিরকের। 

স্ত্রী চন্দ্রকলা তিরকে-র  ২০১৭-১৮ অর্থবর্ষের আয় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা। স্ত্রীর-ও ৩গুণ আয় বেড়েছে।

মামলা- 

দশরথ তিরকের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই।

স্থাবর সম্পত্তি-

নগদ টাকা- ২০ হাজার টাকা।


স্ত্রীর কাছে নগদ- ১০ হাজার টাকা।


ব্যাঙ্ক, মিউচিয়াল ফান্ড-সহ স্থাবর সম্পত্তির পরিমাণ- ২৮.৯৬ লক্ষ টাকা।


স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ- ২৯.৯৩লক্ষ টাকা।

অস্থাবর সম্পত্তি-

দশরথ তিরকে- সাড়ে ৮.৫০ লক্ষ টাকা


দশরথের স্ত্রী- ২৩ লক্ষ টাকা।

ঋণ-

দশরথ তিরকের- ৫.১১ লক্ষ টাকা।


স্ত্রীর- ৭০ হাজার টাকা।

পেশা-

দশরথ- রাজনীতিক


স্ত্রী- ব্যবসায়ী।

শিক্ষাগত যোগ্যতা- 

রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক।


 


কংগ্রেস প্রার্থী- মোহনলাল বাসুমাতারি
বয়স-

৪৪ বছর

ঠিকানা- বোরোচৌকিরবস, শামুকতলা, আলিপুরদুয়ার
আয়-

২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় প্রায় ৪ লক্ষ টাকা।

মামলা-

মোহনলাল বাসুমাতারির বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই।

স্থাবর সম্পত্তি-

মোহনলাল- ৬.৫৩ লক্ষ টাকা।


স্ত্রী- ৬.১৭ লক্ষ টাকা।

অস্থাবর সম্পত্তি-

মোহনলাল এবং তাঁর স্ত্রীর কোনও অস্থাবর সম্পত্তি নেই।

ঋণ- মোহনলাল বাসুমাতারি- ৬.৫৯ লক্ষ টাকা।
পেশা-

মোহনলাল বাসুমাতারি- শিক্ষক


স্ত্রী- গৃহবধূ।

শিক্ষাগত যোগ্যতা- 

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক।


 


বিজেপি প্রার্থী- জন বারলা

বয়স- ৪৩ বছর
ঠিকানা-

লক্ষ্মীপাড়া টি গার্ডেন, বানারহাট, জলপাইগুড়ি।

আয়-

২০১৭-১৮ অর্থবর্ষে তাঁর আয় ৩.২৩ লক্ষ টাকা।

স্ত্রী- ওই একই অর্থবর্ষে প্রায় ৩ লক্ষ টাকা আয়।
মামলা-

জন বারলার বিরুদ্ধে বেআইনি সমাবেশ, বিক্ষোভ, সরকারি সম্পত্তি নষ্ট করার মতো একাধিক অভিযোগে ৬টি মামলা চলছে।

স্থাবর সম্পত্তি-

জন বারলা- ২.৮২লক্ষ টাকা


স্ত্রী- ২.৩৫ লক্ষ টাকা

অস্থাবর সম্পত্তি-  নেই
ঋণ-

জন বারলা- নেই


স্ত্রী- ৪.৫০ লক্ষ টাকা

পেশা-

বারলা- চা বাগানের কর্মচারি


স্ত্রী- গৃহবধূ

শিক্ষাগত যোগ্যতা- মহাবীর হিন্দি স্কুল থেকে নবম শ্রেণি পাস।

 


আরএসপি প্রার্থী- মিলি ওরাওঁ

বয়স- ৪২ বছর
ঠিকানা-

গড়িয়াহাট রোড, কলকাতা

আয়-

বিম্বিসার ওরাওঁ- ২০১৭-১৮ অর্থবর্ষে আয় ২৫.২৯ লক্ষ টাকা

মামলা-

ফৌজদারি মামলা নেই।

স্থাবর সম্পত্তি-

মিলি ওরাওঁ- ১৪.৬৬ লক্ষ টাকা

স্বামী- ৯.৪৯ লক্ষ টাকা
অস্থাবর সম্পত্তি-  নেই
ঋণ- স্বামী- ৪.৫০ লক্ষ টাকা
পেশা- গৃহবধূ
শিক্ষাগত যোগ্যতা- 

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর