রোজভ্যালি কাণ্ডে কলকাতা পুলিসের প্রাক্তন পুলিস কমিশনার তলব সিবিআই-এর
২০১০ সালে কলকাতা পুলিসের কমিশনার হিসেবে গৌতমমোহন কী ব্যবস্থা নিয়েছিলেন সেটাই জানতে চাওয়া হয় এদিন।
নিজস্ব প্রতিবেদন: রোজভ্যালি কাণ্ডে কলকাতা পুলিসের প্রাক্তন পুলিস কমিশন গৌতম মোহন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল সিবিআই। শুক্রবার বেলা পৌনে বারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স এ আসেন তিনি।
সিবিআই সূত্রে খবর, ২০১০ সালে সিবিআই কলকাতা পুলিসকে একটি চিঠি দিয়েছিল। চিঠিতে রোজভ্য়ালি-সহ একাধিক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে কলকাতা পুলিস কী ব্য়বস্থা নিচ্ছে তা জানতে চেয়ে আইনি পদক্ষেপ করতে বলা হয়। সেই সময় কলকাতা পুলিসের কমিশনার হিসেবে গৌতমমোহন কী ব্যবস্থা নিয়েছিলেন সেটাই জানতে চাওয়া হয় এদিন। শুক্রবার প্রায় ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
আরও পড়ুন: আজ থেকে চালু হল আজিমগঞ্জ-নিউ ফারাক্কা ট্রেন পরিষেবা
এরপর সেখান থেকে বেরিয়ে গৌতমমোহন জানান, সিবিআইকে তিনি সহযোগিতা করেছেন। পাশাপাশি এও বলেন, "আমার সময়কালে রোজভ্যালির বিরুদ্ধে কোনও থানাতে লিখিত অভিযোগ বা এফআইআর হয়নি। আমি সিবিআইকে সেই কথাই জানিয়েছি।" এদিন তিনি আরও জানিয়েছেন যে, সিবিআই তাঁকে ফের ডাকলেও তিনি সহযোগিতা করবে।