আজ থেকে চালু হল আজিমগঞ্জ-নিউ ফারাক্কা ট্রেন পরিষেবা

আজ শুক্রবার থেকে চালু হল আজিমগঞ্জ-নিউ ফারাক্কা ট্রেন পরিষেবা। চালু হয়েছে মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, শিয়ালদহ-জঙ্গিপুর রোড প্যাসেঞ্জার। ভাগলপুর থেকে ছেড়েছে আজিমগঞ্জ প্যাসেঞ্জার।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Dec 20, 2019, 12:43 PM IST
আজ থেকে চালু হল আজিমগঞ্জ-নিউ ফারাক্কা ট্রেন পরিষেবা

নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিনের বিক্ষোভের জেরে ব্যাহত হয়েছিল ট্রেন পরিষেবা। প্রায় ১০০ কোটি টাকার ক্ষয় ক্ষতির মুখে পড়ে রেল। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। আর এই বিক্ষোভের কারণেই বন্ধ ছিল আজিমগঞ্জ-নিউ ফারাক্কা শাখার ট্রেন চলাচলও। আজ শুক্রবার থেকে চালু হল আজিমগঞ্জ-নিউ ফারাক্কা ট্রেন পরিষেবা। চালু হয়েছে মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, শিয়ালদহ-জঙ্গিপুর রোড প্যাসেঞ্জার। ভাগলপুর থেকে ছেড়েছে আজিমগঞ্জ প্যাসেঞ্জার।

আপাতত ওই লাইনে শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রেনই চালানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে যাতে যাত্রীরা ন্যূনতম পরিষেবা পায় সেদিকেই নজর রাখছে কর্তৃপক্ষ। তবে এক্সপ্রেসগুলি কতদিনে চালু হবে তা এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে খুব শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: জাঁকিয়ে শীত রাজ্যে! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

Tags:
.