গরু পাচার কাণ্ডে এবার রাজ্য পুলিসের দুই কর্মীকে তলব সিবিআই-এর
বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে জেরা করে আরও চারজন অফিসারের নাম জানতে পেরেছে সিবিআই।
বিক্রম দাস- গরু পাচার কাণ্ডে নয়া মোড়। এবার রাজ্য পুলিসের দুজন কর্মীকে তলব করল সিবিআই। এই প্রথম গরু পাচার কাণ্ডে রাজ্য পুলিসের কাউকে ডেকে পাঠাল কেন্দ্রীয় সংস্থা। মালদার একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও কনস্টেবলকে ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাঁদের নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন- এবার 'বেসুরো' বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, ওগড়ালেন ক্ষোভ
এদিকে, বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে জেরা করে আরও চারজন অফিসারের নাম জানতে পেরেছে সিবিআই। তাদের মধ্যে একজন বিএসএফ-এর ডিআইজি, দুজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট ও একজন কমান্ডান্ট রয়েছেন। চারজনকেই নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। সতীশ কুমারের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চলতি সপ্তাহেই সিবিআই জেলে গিয়ে এমানুল হককে জেরা করতে চায়। আরও বেশ কয়েকজন সিনিয়র অফিসারকেও জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। বিসএসএফ-এর ডিআইজি অবশ্য এক অফিসার মারফত চিঠি পাঠিয়ে বলেছেন, তিনি হাজিরার জন্য আরও কিছুটা সময় চান।