বাসুদেব চট্টোপাধ্যায়: কয়লাকাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই। ২০২০ সালের ২৭ নভেম্বর এনিয়ে প্রথম এফআইআর হয়। তদন্তের পর এই প্রথম প্রাথমিক চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিবিআইয়ের চার্জশিটে রয়েছে মোট ৪১ জনের নাম। আজ আসানসোলের বিশেষ সিবিআইআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে ওই চার্জশিট জমা পড়ে।


ওই চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের অন্যতম অনুপ মাজি ওরফে লালা। এছাড়াও জামিনে মুক্ত জয়দেব মণ্ডল, নারায়ণ খারকা ওরফে নারায়ণ নন্দা, গুরুপদ মাজি ও নিরোদ মণ্ডলের নাম রয়েছে। অভিযুক্ত বিনয় মিশ্র ও রত্নেশ ভার্মার নাম রয়েছে ওই চার্জশিটে। ওই তালিকায় থাকা বিকাশ মিশ্র বর্তমানে জেলে রয়েছে।


কয়লাকাণ্ডে অবৈধভাবে কয়লা উত্তোলনের সঙ্গে জড়িত ছিল ১৫ জন। এরা কাজ করত লালার হয়ে। ওই কয়লা কিনতো ১০টি কারখানার মালিক ও কোম্পানি। তাদের কর্তাদের নামও রয়েছে। এছাড়াও চার্জশিটে রয়েছে ৮ ইসিএল কর্তার নাম।


এই প্রাথামিক চার্জশিট জমা পড়ার পর বর্তমানে যারা সিবিআই হেফাজত বা জেল হেফাজতে নেই তাদের কাছে সমন যাবে বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক চার্জশিটে ৪১ জনের নাম থাকলেও তদন্ত যত এগোবে ততই আরও অনেকের নাম চার্জশিটে যুক্ত হবে।


আরও পড়ুন- বৃষ্টির সম্ভাবনা থাকলেও একুশে জুলাইয়ে খোলা মঞ্চেই বক্তব্য মমতার, শহরজুড়ে যান নিয়ন্ত্রণ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)