চিত্তরঞ্জন দাস: সিবিআইয়ের টানা জেরার মুখে লাভপুর ও কেতুগ্রামের তৃণমূল বিধায়ক। আজ দুর্গাপুর এনআইটিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তাদের ঘণ্টা দেড়েক জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী নিয়ে জেরা? জেরা পর্ব কাটিয়ে বাইরে বের হওয়ার পর কী নিয়ে তাদের প্রশ্ন করা হয়েছে বলতে চাননি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী ও লাভপুরের বিধায়ক অভিজিত্ সিংহ। তবে তিনি বলেন, সিবিআই যতবার ডাকবে ততবার আসব।  তবে এটা তদন্তের একটি প্রক্রিয়া। তাতে কী জিজ্ঞাসা করা হয়েছে তা বাইরে বলার বিষয় নয়। তবে এটুকু বলব তৃণমূল কংগ্রেস হিংসায় বিশ্বাসী নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্য শান্তি এনেছে। উন্নয়নও করে চলেছেন। এটাই আমাদের পথ, আমাদের আদর্শ।


অন্যদিকে, কেতুগ্রামের তিনবারের তৃণমূল বিধায়ক শাহনাওয়াজ হোসেন বলেন, অনুব্রত মণ্ডলকে ভোটের রেজাল্টের দিন অনুব্রত মণ্ডলকে ফোন করে জানিয়েছিলাম, টানা তিনবার জিতলাম। এই কথাটাই সিবিআইকে বলেছি।


আরও পড়ুন-সময়ের আগেই রাজ্যে ঢুকল বর্ষা, ভারী বৃষ্টির সতর্কতা জারি একাধিক জেলায়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)