নিজস্ব প্রতিবেদন: গরু পাচারকাণ্ডে ৬ পুলিসকর্মীকে নোটিস পাঠালো সিবিআই। জানা গিয়েছে, এরমধ্যে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার। গতকাল সন্ধ্যায় এই নোটিস পাঠায় সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা। এর আগে মালদার দুই পুলিসকর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, কয়লা ও গরু পাচারকাণ্ডে তৎপর সিবিআই। দফায় দফায় চলছে তল্লাসি ইতিমধ্যেই কয়লাকাণ্ডে এবার সিবিআই-এর ব়্যাডারে এসেছে অন্যতম অভিযুক্ত গনেশ বাগাড়িয়া। সূত্রের খবর, গত সপ্তাহেই দেশে ফিরেছেন তিনি। শীঘ্রই CBIএর মুখোমুখি হতে পারে বলেই খবর। 


দীর্ঘদিন ধরেই বাগাড়িয়াকে খুঁজছিল সিবিআই। তবে তাঁর খোঁজ মেলেনি। তবে তৃতীয় হাজিরার নোটিসের পর উত্তর দিয়ে বাগাড়িয়া জানায় যে, চিকিৎসার জন্য দুবাইতে রয়েছেন তিনি। গত সপ্তাহেই ফিরেছেন তিনি।


উল্লেখ্য, এর আগে গনেশ বাগাড়িয়ার লেকটাউনের বাড়িতে তল্লাসি চালায় সিবিআই। এ ক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সিবিআই। কয়লা ও গরু পাচারের  টাকা পয়সার সরাসরি গনেশ বাগারিয়ার কাছে এসেই পৌঁছত বলে খবর। ফলে এ ক্ষেত্রে জেরায় একাধিক ক্লু মিলতে পারে বলেই মনে করছে সিবিআই।  অন্যদিকে গরু ও কয়লা পাচার চক্রের অন্যতম কিংপিন বিনয় মিশ্রের খোঁজে মরিয়া সিবিআই। আজই সিবিআই এর সামনে হাজিরা দেওয়ার কথা রয়েছে লুকআউট নোটিশ জারি হওয়া বিনয় মিশ্রর।