ওয়েব ডেস্ক: আজ মহাষষ্ঠী। আনন্দময়ীর আগমনীর সুরে উত্‍সবের আনুষ্ঠানিক সূচনা। প্রাণের উত্‍সবে ঢাকের বাদ্যি অবশ্য বেজে গিয়েছে মহালয়ার পর থেকেই। তবে শাস্ত্রমতে মহাষষ্ঠী মানে সপরিবারে উমার বাপের বাড়ি আসার দিন। সেই সূচনা লগ্নে উত্‍সবে-আনন্দে মাতোয়ারা সবাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্ঘন্ট মেনে পঞ্চমীর রাতেই দেবীর বোধন হয়ে গিয়েছে অনেক জায়গায়। বোধনের পর অধিবাসের পালা। আজ ষষ্ঠী তিথিতে চলছে নানা আচার উপাচার। আমজনতার ক্যালেন্ডারে দুর্গোত্‍সব এবার অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। পুজো ম্যানিয়া এমনই যে, কার্যত দ্বিতীয়া থেকে পথে জনজোয়ার। লাইমলাইটে নজরকাড়া সব থিম। চোখ টানছে প্রতিমাও। একবার দেখে মন ভরছে না কারোরই। শুধু আশ্বিনের শারদ প্রাতে নয়, রাতেও প্যান্ডেল হপিংয়ের ক্রেজ সব বাঁধ ভেঙে দিয়েছে। ক্লান্তি বলে শব্দটাই যেন ডিকশনারি থেকে উধাও এ'কদিনের জন্য।


সপরিবারে মা এসেছেন মর্তে। এই সময়টা শুধু তারই জন্য। বছরের সেরা কয়েক দিন, যার জন্য অপেক্ষা থাকে সারাটা বছর। পরিবারের সঙ্গে, বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে চুটিয়ে আড্ডা, দেদার খাওয়াদাওয়া আর অবশ্যই দেবীদর্শনে মেতে রাজ্যবাসী।