নিজস্ব প্রতিবেদন: ইয়াস বিধ্বস্ত  গোসাবা, পাথরপ্রতিমা গিয়েছিলেন। এবার দিঘা, শঙ্করপুর, মন্দারমণির ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসে বৈঠক করলেন সরকারি আধিকারিকদের সঙ্গেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি দল আসে হেলিকপ্টারে, অপর দলটি সড়কপথে। এদিন দুপুর দিঘায় পৌঁছন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাত সদস্য। নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব এসকে সাহি। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে পরিদর্শনে বেরিয়ে পড়েন তাঁরা। চারজন চলে যান মন্দারমণিতে, আর তিন ঘুরে দেখেন শঙ্করপুর, তাজপুর ও লাগোয়া এলাকা। ক্ষতিপূরণের টাকা পেয়েছেন তো? ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে স্থানীয়  বাসিন্দাদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্য। কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রকের স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব এসকে সাহি বলেন, ঘুর্ণিঝড় ও সামু্দ্রিক জলোচ্ছ্বাসে বাঁধগুলি প্রভূত ক্ষতি হয়েছে। পরিদর্শনের পর কেন্দ্রের কাছে প্রাথমিক রিপোর্ট পাঠাবেন তাঁরা। পরে রাজ্য সরকারও রিপোর্ট দেবে।


আরও পড়ুন: ছাগল মরেছে Yaas-র আতঙ্কে, ক্ষতিপূরণের দাবি দুয়ারে ত্রাণ শিবিরে


প্রসঙ্গত, কলাইকুণ্ডায় ইয়াস পর্যালোচনা বৈঠক করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেই বৈঠকে যোগ দেননি মুখ্যমন্ত্রী। মোদীকে ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে দিঘায় প্রশাসনিক বৈঠকে চলে যান। সেদিনই আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার রাজ্যে সাত সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। গতকাল গোসাবা, পাথরপ্রতিমায় পরিদর্শনে গিয়েছিলেন তাঁরা। কথা বলেছিলেন সেখানকার মানুষদের সঙ্গেও।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)