Siliguri Gold Recover: মাঝ রাস্তায় বাস থামিয়ে যুবককে তল্লাশি গোয়েন্দাদের, অন্তর্বাস খুলতেই...
ধৃত হাওড়ার বাসিন্দা অমিত শাহ।
নিজস্ব প্রতিবেদন: মালদহ থেকে শিলিগুড়ি যাচ্ছিল বাসটা। হঠাৎ রাস্তায় সেটাকে দাঁড় করান কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্তারা। বাস থেকে নামিয়ে আনা হয় এক বক্তিকে। তাঁকে তল্লাশি চালান গোয়েন্দার। কিছুক্ষণের মধ্য়েই সকলের চক্ষুচড়ক গাছ হয়ে যায়। কেন?
কারণ, ওই যুবক অন্তর্বাস খুলতেই তদন্তকারীরা দেখেন, ভিতরে লোকানো রয়েছে ২০টি সোনার বিস্কুটের বাট। যার ওজন ৩ কেজি ৩২০ গ্রাম। বাজারদর প্রায় ১ কোটি ৭১ লক্ষ ৮৭ হাজার ৬৪০ টাকা। সঙ্গে সঙ্গে যুবককে গ্রেফতার করেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্তারা।
জানা গিয়েছে, ধৃত হাওড়ার বাসিন্দা। নাম অমিত শাহ। রবিবারই তাকে শিলিগুড়ি আদালতে তোলে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। সূত্রের খবর, তল্লাশি চালানোর সময় অন্তর্বাসের ভিতরে গোপনাঙ্গের কাছে সোনার বিস্কুটগুলো লুকানো দেখতে পান গোয়েন্দারা। এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট কোথা থেকে এল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল? পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।