বিদ্যুৎমন্ত্রীর হুঁশিয়ারি, গ্রাহক-স্বার্থে শনিবার বিজ্ঞাপনে ব্যাখ্যা দেবে CESC
পাশাপাশি আগামিকাল সমস্ত সংবাদ পত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে সংস্থার বক্তব্য পাশাপাশি কেন এত বিল তাও গ্রাহকদের বিস্তারিত জানানো হবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: লকডাউনে CESC-র বিল নিয়ে তুঙ্গে হয়রানি। হাজার হাজার টাকা বিল, কখনও তা মাত্রা ছাড়িয়ে লক্ষাধিক। আর এ নিয়ে ক্ষোভ উগড়ে দেন সাধারণ মানুষ। জায়গায় জায়গায় বিক্ষোভ দেখান উপভোক্তারা। তবে এবার নড়েচড়ে বসল CESC।
আরও পড়ুন: 'সবকিছু নিয়েই রাজনীতি করব, দম থাকলে আটকান', মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের
সংস্থার তরফে জানানো হয়েছে, বিদ্যুতের বিলে গলদ থাকলে তা পূনরায় খতিয়ে দেখা হবে। পাশাপাশি আগামিকাল সমস্ত সংবাদ পত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে সংস্থার বক্তব্য পাশাপাশি কেন এত বিল তাও গ্রাহকদের বিস্তারিত জানানো হবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: বোলপুরে ভগবানের মুকুটে আরও একটি পালক 'গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড'
বিল বিতর্কে CESC-কে তলব করে বিদ্যুতমন্ত্রীর। বিল কেন বেশি, কাল কাগজে বিজ্ঞাপন দিয়ে দিতে হবে ব্যাখ্যা। শহরবাসী সন্তুষ্ট না হলে ফের তলব। দিন কয়েক আগে এমনই হুঁশিয়ারি দেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভুলচুক থাকলে খতিয়ে দেখা হবে। চাপের মুখে পড়ে আশ্বাস দেয় সংস্থা।
CESC-এর 'তুঘলকি' বিলের প্রতিবাদে উত্তপ্ত রাজ্যের বিক্ষিপ্ত অঞ্চল। মাত্রারিক্ত বিলের কারণে দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রাহকরা। শহরের বেশ কয়েকটি জায়গায় চলে প্রতিবাদ। তালতলায় বিদ্যুতের বিল জ্বালিয়ে প্রতিবাদ জানায় আইএনটিইউসি। শ্যামবাজারে বিক্ষোভ দেখায় বিজেপি। সিইএসসির’র বিকল্প সংস্থার দাবি ওঠে প্রতিবাদে।