নিজস্ব প্রতিবেদন : চৈত্রের দোরগোড়ায় দাঁড়িয়ে ফের একবার দুর্যোগের ইঙ্গিত কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশে। হাওয়া অফিস সূত্রে পূর্বাভাস, পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী চার দিন রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



আজ, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ২৫.১ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই মেঘলা আকাশ। পশ্চিমি ঝঞ্ঝার জেরে আজ কলকাতা সহ দক্ষিনবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বাঁকুড়া,পুরুলিয়া বীরভূম, দুই বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি।


আরও পড়ুন - গুড়-বাতাসা নয়, বীরভূমে 'হাওয়া' তুলতে অন্য দাওয়াই সাংসদ শতাব্দী রায়ের


ভরা বসন্তে আবারও বৃষ্টির ভ্রূকুটি। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে কলকাতা ও শহরতলিতেও পড়তে পারে অস্বস্তিকর গরম।