দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে সাড়ে ৪২ হাজারের বেশি ভোটে জয়ী চন্দ্রিমা ভট্টাচার্য
কাঁথি দক্ষিণ নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস। জয়ী প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সৌরীন্দ্রমোহন জানাকে ৪২ হাজার ৫২৬ ভোটে হারিয়ে দেন তিনি।
ওয়েব ডেস্ক : কাঁথি দক্ষিণ নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস। জয়ী প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সৌরীন্দ্রমোহন জানাকে ৪২ হাজার ৫২৬ ভোটে হারিয়ে দেন তিনি।
তমলুক লোকসভা কেন্দ্র থেকে দিব্যেন্দু অধিকারী সাংসদ হওয়ার পর দক্ষিণ কাঁথি বিধানসভা আসনটি ফাঁকা হয়। তৃণমূল-বিজেপি ছাড়াও লড়াইয়ের ময়দানে ছিলেন CPI-এর উত্তম প্রধান এবং কংগ্রেসের নবকুমার নন্দ। ২০১৬-এ দক্ষিণ কাঁথিতে প্রায় ৩৪ হাজার ভোটে জয়ী হন দিব্যেন্দু অধিকারী।
গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজনৈতিক মহলও একরকম নিশ্চিত ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের জয়ের ব্যাপারে।
আরও পড়ুন, কেতুগ্রামে খুন তৃণমূল পঞ্চায়েত সভাপতি! পরিচিত কেউই খুন করেছে, অনুমান পুলিসের