প্রসেনজিত্‍ সর্দার: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাতের অন্ধকারে বাড়িতে চড়াও। পাঁচজন মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলে নিকট আত্মীয়দের বিরুদ্ধে। রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত আমতলা গ্রামে। জখম পাঁচ মহিলা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে রাতের অন্ধকারে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতলা গ্রামের বাসিন্দা সাহাজান লস্কর। তার দুজন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী রুবাইয়া লস্কর। দ্বিতীয় স্ত্রী রুমানা লস্কর। দুই স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন তিনি। ইতিমধ্যে তাদের স্বামী সাহাজান দুই স্ত্রীর বাড়িতে কদিন করে থাকবে এই নিয়ে দুই স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ রাতে প্রথম স্ত্রী রুবাইয়া লস্করের বাবা রুলআমিন লস্কর লোকজন নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে চড়াও হয়। আচমকাই বাড়ির মধ্যে ঢুকে পাঁচজন মহিলাকে চড়, কিল, ঘুঁসি-সহ লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় তারা।


আরও পড়ুন:Awas Yojana: ঘর না থেকেও নাম নেই! 'প্রাসাদ'-এর মালিক হয়েও আবাসের খাতায় তৃণমূল পঞ্চায়েত সদস্যা...


তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে আসলে তারা পালিয়ে যায়। এরপর জখম পাঁচ মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত মারুফা লস্কর জানিয়েছেন, ‘আচমকা রাতের ন্ধকারে বাড়ির মধ্যে চড়াও হয় রুলআমিন মণ্ডল ও তার দলবল। তাদের পাঁচজনকে মারধর করে শ্লীলতাহানি করে। জামাইয়ের যাতায়াত নিয়ে গন্ডেগোলের জন্য মারধর করে। থানায় অভিযোগ জানিয়েছে বলে অভিযোগ।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)