পুরনোদের ছেঁটে নতুন কর্মী নিয়োগ! অশান্ত বিশ্বভারতী, আধিকারিকদের গাড়িতে লাথি, ঘুঁষি
কেন তাঁদের সরিয়ে নতুন লোকজন নিয়োগ হবে, তা নিয়েই বর্তমান কর্মীদের প্রতিবাদ।
প্রসেনজিত্ মালাকার- নতুন বছরের শুরুতেই ফের বিশ্বভারতীতে অশান্তি। বিনা কারণে বর্তমান কর্মীদের মেডিকেল টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান নিরাপত্তা কর্মীদের ছাঁটাই করে নতুন কোম্পানি মারফত নিয়োগের প্রতিবাদে অশান্তি ছড়ায় বিশ্বভারতীতে। শনিবার নতুন কোম্পানির আধিকারিকদের গাড়িতে লাথি ঘুঁষি মারেন বর্তমান কর্মীদের একাংশ। বেশ কিছুক্ষণ ধরে আধিকারিকদের গাড়ি আটকে রেখেছিলেন বিশ্বভারতীর বর্তমান কর্মীরা।
আরও পড়ুন- আজ মহিষাদলে শুভেন্দুর সভা, পূর্ব মেদিনীপুর তৃণমূলে বড়সড় ভাঙনের আশঙ্কা!
বিশ্বভারতীর নিরাপত্তা কর্মীদের বিনা কারণে মেডিকেল টেস্ট করানো হচ্ছে। এমনকী নতুন কোম্পানির মারফত নতুন কর্মী নিয়োগ হবে। কেন তাঁদের সরিয়ে নতুন লোকজন নিয়োগ হবে, তা নিয়েই বর্তমান কর্মীদের প্রতিবাদ। বিশ্বভারতীর নিরাপত্তার দায়িত্বে বর্তমানে রয়েছেন ক্লিফ ফোর্ড কোম্পানির কর্মীরা। কর্মরত কর্মীরা জানতে চান, ঠিক কী কারণে তাঁদের কাছে মেডিকেল টেস্টের রিপোর্ট চাওয়া হচ্ছে! হঠাত্ করে কোনও কারণ ছাড়া তাঁদের ছাটাই করার কথা কেন বলা হচ্ছে! জবাব চেয়ে নতুন কোম্পানির আধিকারিকদের ঘেরাও করে রেখেছেন বর্তমান কোম্পানির কর্মীরা। গাড়িতে ধাক্কা, লাথি, ঘুঁষিও চলে।