নিজস্ব প্রতিবেদন:  বড়দিনের রাতে তুলকালাম। কোচবিহার শহরে চলল গুলি। গোয়ালপট্টি এলাকায় দুদল যুবকের মধ্যে ঝামেলার জেরে এই কাণ্ড। কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহের বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বেই গুলি চলে বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য পুলিসে বড়সড় রদবদল


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কোচবিহার কলেজে অনুষ্ঠান চলছিল। সেইসময় এক কলেজ পড়ুয়ার সঙ্গে গোয়াপট্টির শিবা মাহাত নামে আরেক যুবকের ঝামেলা হয়।


আরও পড়ুন: জলপাইগুড়িতে মুকুলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন আইনজীবীরা, দাবি গেরুয়া শিবিরের


শিবা এবিএন শীল কলেজের পড়ুয়া। তখনকার মতো ব্যাপারটি মিটে গেলেও, পরে গোয়ালপট্টি এলাকায় একদল যুবক হানা দেয় বলে অভিযোগ। এরপরই সেখানে গুলি চলে। ঘটনায় ইতিমধ্যে সুলেমান মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিস।