ওয়েব ডেস্ক: পঞ্চায়েতের রাস্তা তৈরি নিয়ে সমস্যার জের। উত্তর চব্বিশপরগনার গোপালনগরে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুঠের অভিযোগ উঠল। ন’হাটা খালপাড়া এলাকায় পাঞ্চায়েতের রাস্তা তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এলাকায় এই নিয়ে বিরাট উত্তেজনা তৈরি হয় শুক্রবার। শুধু তাতেই শেষ নয়। এর পর বেড়া দেওয়া নিয়েও শুরু হয় ফের ঝামেলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পাহাড় নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় আজ দ্বিতীয় সর্বদল বৈঠক


অভিযোগ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তারপর হামলা চালায়। স্থানীয় বাসিন্দাদের টাকা-পয়সা, গয়না, লুঠ হয়ে যায় বলে অভিযোগ। যদিও স্থানীয় তৃণমূল নেতারা অবশ্য এই ঘটনার সঙ্গে তাদের দলের যোগাযোগের কথা মানছেন না।


আরও পড়ুন  গবেষক অর্পণ পাড়ুইয়ের রহস্যমৃত্যু, আত্মহত্যা, খুন নাকি নিছকই দুর্ঘটনা?