`এলাকা ফাঁকা করে গেলাম`, পূজালির রথতলায় ভোট ঘিরে রোম খাড়া করা দৃশ্য
পূজালির রথতলায় ভোট ঘিরে রোম খাড়া করা দৃশ্য। এলাকা কাঁপাল বাইক বাহিনী। যাওয়ার আগে দলের নেতা বলে গেলেন, `এলাকা ফাঁকা করে গেলাম।`
ওয়েব ডেস্ক : পূজালির রথতলায় ভোট ঘিরে রোম খাড়া করা দৃশ্য। এলাকা কাঁপাল বাইক বাহিনী। যাওয়ার আগে দলের নেতা বলে গেলেন, "এলাকা ফাঁকা করে গেলাম।"
বুথ ভাঙচুর। বুথের ভেতর পড়ে কার্তুজের খোল। পূজালির রামচন্দ্রপুরে ৯ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বুথে লণ্ডভণ্ড পরিস্থিতি। ভাঙা হয়েছে EVM। বুথ দখলের চেষ্টা হয় বলে অভিযোগ। গুলি চলার অভিযোগও উঠেছে। রাস্তার ধারে ছড়িয়ে রয়েছে তাজা বোমা। পালানোর পথে দুষ্কৃতীরা রাস্তায় বোমা ফেলে গেছে বলে অভিযোগ।
অন্যদিকে, খোলা রাস্তায় আগ্নেয়াস্ত্র হাতে পুলিসকে তাড়া। পাল্টা তাড়া পুলিসেরও। দুই তরফে ইটবৃষ্টি। পুলিসের লাঠিচার্জ। এই ছবি ধরা পড়ল ১০ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গতলায়।
১৬ ওয়ার্ডের পূজালি পুরসভায়, সব আসনে লড়ছে তৃণমূল আর বিজেপি। ৮ টি করে ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বাম আর কংগ্রেস।
আরও পড়ুন, ডোমকলে পুর নির্বাচনকে ঘিরে দফায় দফায় উত্তেজনা, বুথ থেকে উধাও EVM