ওয়েব ডেস্ক : পুরভোটে অশান্তি, বোমাবাজি রায়গঞ্জেও। বুথে গণ্ডগোল। করোনেশন হাইস্কুলে ১৮ নম্বর ওয়ার্ডের বুথে বহিরাগতরা এসে ঝামেলা করে বলে অভিযোগ ভোটারদের। মাটিতে ফেলে পেটানো হয় এক রাজনৈতিক কর্মীকে। ২৪ নম্বর ওয়ার্ডে কলেজপাড়া প্রাইমারি স্কুলে ছাপ্পাভোটের অভিযোগ। বিরোধীদের অভিযোগ, প্রতিবাদ করাতেই বোমাবাজি করে দুষ্কৃতীরা। রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের মিলনপাড়াতেও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৭ আসনের রায়গঞ্জ পুরসভায় সব ওয়ার্ডে প্রার্থী দিয়েছে তৃণমূল। আসন ভাগাভাগি করে ১৭ ওয়ার্ডে প্রার্থী দিয়েছে কংগ্রেস। ৯টি ওয়ার্ডে লড়ছে CPM। ২৪টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি।


পুর নির্বাচনে রায়গঞ্জ এবার পাল্টিগঞ্জ। ১৮০ ডিগ্রি ঘুরে গেছে যুদ্ধের শিবির। ২০১১ সালের পুর নির্বাচনে বামকে রুখতে তৃণমূলের সঙ্গে জোট করেছিল কংগ্রেস। তৃণমূলকে রুখতে তারাই এবার জোট করেছে বামেদের সঙ্গে। কংগ্রেস দুর্গ রায়গঞ্জে বরাবরই হাতের সঙ্গে কাস্তে-হাতুড়ির টক্কর দেখে এসেছেন শহরবাসী। এবার তার ব্যতিক্রম।


আরও পড়ুন, পুরভোটের শুরুতেই উত্তপ্ত ডোমকল, অস্ত্র হাতে রাস্তায় দুষ্কৃতী, বোমাবাজি