নিজস্ব প্রতিবেদন: চিটফান্ড তদন্তে তড়িঘড়ি অগ্রগতি চায় দিল্লি। চিটফান্ড নিয়ে বিশেষ রিভিউ বৈঠকের ডাক দেয় সিবিআই। শনিবার দিল্লির লোধি রোডে সিবিআই-এর সদর দফতরে ডেকে পাঠানো হয় কলকাতার সিবিআই কর্তাদের। সিবিআই-এর কলকাতার জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে জরুরী ভিত্তিতে দিল্লিতে তলব করেন সিবিআই ডিরেক্টর ঋষি কুমার শুক্লা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শুক্রবারই পঙ্কজ শ্রীবাস্তব ও অন্যান্য বিভাগীয় প্রধানরা মামলার বিস্তারিত বিরবরণ নিয়ে পৌঁছে গিয়েছেন লোধি রোডের সদর দফতরে। শনিবার বেলা ১২টা থেকে শুরু হয়েছে এই বৈঠক, চলবে বিকেল পর্যন্ত। এখনও পর্যন্ত কী অগ্রগতি হয়েছে ইত্যাদি বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে সেই বৈঠকে। জানা গিয়েছে, আরও কয়েকদিন চলবে এই জরুরী বৈঠক। 


সিবিআই সূত্রে খবর, যত তাড়াতাড়ি সম্ভব চিটফান্ড মামলায় গতি আনতে চাইছে দিল্লি। তার জেরেই উচ্চ পর্যায়ের আধিকারীকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। জানা যাচ্ছে, সারদা, রোজভ্যালি, আইকোর, এমপিএস, প্রয়াগ এবং অ্যালকেমিস্টসহ মোট ৬টি সংস্থার মামলাকে বাড়তি গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। 


আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরের খালে বেঘোরে মৃত্যু ডলফিনের, প্রশ্নের মুখে বনদফতরের ভূমিকা


উল্লেখ্য, এই চিটফান্ডগুলোর সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালীর যোগসূত্র মিলেছে। কাজেই বিশেষ গুরুত্ব দিয়েই চলছে কাজ। সূত্রের খবর, চিটফান্ড তদন্তে পরবর্তীতে সিবিআই-এর কী গতিপথ হবে তাও খানিকটা স্পষ্ট হবে এই বৈঠকের মাধ্যে। পাশাপাশি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ারও ইঙ্গিত মিলেছে।