নিজস্ব প্রতিবেদন : দাবা খেলার নেশায় বুঁদ হয়ে থাকত স্বামী। সংসারের দিকে কোনও মন ছিল না। স্ত্রী প্রতিবাদ করায় শ্বাসরোধ করে তাঁকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যদের গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহেশতলার বড়ুয়াপাড়ার বাসিন্দা মনোজিত তালুকদারের সঙ্গে ৭ বছর আগে বিয়ে হয় সুরাইয়া বিবির। বিয়ের পর দীর্ঘদিন দম্পতির কোনও সন্তান ছিল না। গত ৮ মাস আগে একটি পুত্র সন্তানের জন্ম দেন সুরাইয়া বিবি। এদিকে, বিয়ের পর থেকেই বেকার ছিল স্বামী মনোজিত তালুকদার। অর্থাভাবের জেরে সংসারে নিত্য অশান্তি লেগে থাকত। ছেলে জন্মানোর পরও অবস্থার কোনও পরিবর্তন হয়নি।


আরও পড়ুন, নগ্ন ছবি দেখিয়ে টানা ৪ বছর ধরে গৃহবধূকে ধর্ষণ পুরকর্মীর!


অভিযোগ, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত মনোজিত। বচসার সময় বেশ কয়েকবার স্ত্রী সুরাইয়ার গায়ে হাতও তোলে সে। মারধর করে স্ত্রী সুরাইয়াকে। স্বামীর হাতে নিগৃহীতা সুরাইয়া কয়েকবার বাপের বাড়িও চলে এসেছিল। পরে আবার তাঁকে বুঝিয়ে সুঝিয়ে শ্বশুরবাড়িতে রেখে আসে সুরাইয়ার বাপের বাড়ির আত্মীয়রা।


এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় সুরাইয়ার মৃত্যুর খবর পান তাঁর বাপেরবাড়ির লোকজন। তাঁদের অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে ফোন করে তাদের বলা হয় যে সুরাইয়া গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। বর্তমানে একটি নার্সিংহোমে চিকিত্সাধীন রয়েছে। খবর পেয়েই নার্সিংহোমে ছুটে যান তাঁরা। সেখানে গিয়েই সুরাইয়ার মৃত্যুসংবাদ পান।


আরও পড়ুন, রুমাল ধরিয়ে দিল 'খুনি' স্ত্রীকে! খড়দা খুনে চাঞ্চল্যকর মোড়


এই ঘটনায় মহেশতলা থানায় স্বামী মনোজিত তালুকদার ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে সুরাইয়ার বাপের বাড়ির আত্মীয়স্বজন। তাঁদের অভিযোগ, শ্বাসরোধ করে খুনের পর স্বামী মনোজিত-ই ঝুলিয়ে দিয়েছিল দেহ। সুরাইয়ার পরিজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী মনোজিত ও শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিস।