নিজস্ব প্রতিবেদন: ঝুলে রইল পঞ্চায়েত ভোটের ভবিষ্যত্। শুক্রবার পঞ্চায়েত ভোটে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মামলা শুনতে নারাজ হলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, ৪ মে-র মধ্যে কমিশনকে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দিতে বলেছিল আদালত। কিন্তু এদিন প্রধান বিচারপতি জানান, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের বেঞ্চের রায়ের জন্য তিনি অপেক্ষা করছেন। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। অর্থাত্, আগামী মঙ্গলবার পর্যন্ত ১৪ মে 'পঞ্চায়েত ভোটের প্রস্তাবিত দিন' হিসাবেই থেকে গেল। আপাতত অপেক্ষা করতে চান প্রধান বিচারপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে ইতিমধ্যে দুটি মামলা্ বিচারাধীন রয়েছে। এরমধ্যে একটি মামলা, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি ত্রুটিপূর্ণ দাবি করে দায়ের হয়েছে। এই আবেদনটি করেছে কংগ্রেস। অন্যদিকে, ই-ফাইলিং বা ইন্টারনেটের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়ার অনুমতি চেয়ে আরেকটি মামলা দায়ের করেছে সিপিআই(এম)। আরও পড়ুন-কমিশন চাইলে ভোটে কেন্দ্রীয় বাহিনী চাইবে রাজ্য


এদিন প্রধান বিচারপতি বলেন, এই দুটি মামলার রায় না শুনে তিনি পঞ্চায়েত মামলা শুনবেন না। এর মধ্যে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলাটি আজই উঠবে বিচারপতি সমাদ্দারের এজলাসে এবং অন্য মামলাটির শুনানি হবে সোমবার। ফলে, এরপর দিন অর্থাত্ মঙ্গলবার পঞ্চায়েত মামলা শুনতে চান প্রধান বিচারপতি। আরও পড়ুন- নতুন জটে পঞ্চায়েত; দিতে হবে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, একজনকে সরকারি চাকরি