ওয়েব ডেস্ক: বসিরহাটের ঘটনায় উস্কানি আর আধা সেনা নিয়ে চক্রান্তের অভিযোগ। একইসঙ্গে, বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে চড়া সুরে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। নাম না করেই দেশ জুড়ে মোদী-বিরোধিতার ডাক দিলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শান্তি ফিরলেও বসিরহাটের ক্ষত এখনও টাটকা। হলদিয়ার প্রশাসনিক সভায় হিংসা নিয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে আনলেন চক্রান্তের অভিযোগ। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জোট বাঁধার চেষ্টায় বিরোধীরা। শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তখনই হিংসার প্রসঙ্গ টেনে দেশজুড়ে মোদী-বিরোধিতার বার্তা দিলেন মমতা।


সঙ্ঘ পরিবারের উদ্যোগে অসমে বেআইনিভাবে মহিলাদের বন্দুকের ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এ দিন হলদিয়ায় ইন্ডিয়ান পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ৪৫০ মেগাওয়াটের তাপ-বিদ্যুত প্রকল্পের উদ্বোধন করেন তিনি। 


জলপাইগুড়ির LIC কর্মী খুনে শিউরে ওঠার মতো তথ্য