নিজস্ব প্রতিবেদন:  আজ পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ দিনের সফরে পাহাড়ে যাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা পাহাড়ে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিকেলের বিমানে বাগডোগরা যাবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে সড়কপথে কালিম্পঙে যাবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার রাতে ডেলোর বাংলোতেই মুখ্যমন্ত্রীর রাত কাটানোর কথা রয়েছে। ২৯ মে, মঙ্গলবার পাহাড়ে বিভিন্ন বোর্ডের সঙ্গে বৈঠক। এরপর বুধবার, ৩০ মে জিটিএ-র রিভিউ মিটিং। পাহাড়ের উন্নয়নে জিটিএর কাজের পর্যালোচনা করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উন্নয়নের গতি বাড়াতে বিভিন্ন বিষয়ে দার্জিলিং জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ পাহাড়ের উন্নয়ন। সেত্রেত্রে জিটিএ-র রিভিউ বৈঠক বেশ গুরুত্বপূর্ণ।


আরও পড়ুন: প্রেমিককে বাঁচাতে হাসপাতালেই প্রেমিকা মুছল দাম্পত্যের প্রমাণ! স্বামীর সামনেই এই মহিলা যা করল..


জানা গিয়েছে, ৪ দিনের সফরের বেশিরভাগ সময়টাই কালিম্পঙে কাটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার মু্খ্যমন্ত্রীর কোনও কর্মসূচি নেই। শুক্রবার কলকাতায় ফিরে আসার কথা রয়েছেন তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পাহাড়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুখ্যমন্ত্রীকে পাহাড়ে স্বাগত জানাতে একযোগে প্রস্তুতি নিয়েছে সবকটি উন্নয়ন পর্যদ।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেবারও জিটিএ-র রিভিউ বৈঠক থেকে তিক্ততা ভুলে রাজনৈতিক দলগুলিকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন তিনি। সেবারের বৈঠকে একদিকে ছিলেন বিনয় তামাং-অনীত থাপা। আরেকদিকে ছিলেন জিএনএলএফ নেতা মন ঘিসিং। ছিলেন  উন্নয়ন বোর্ডের নেতারাও।