নিজস্ব প্রতিবেদন: আজ থেকে তিন দিনের সফরে ফের পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারই প্রথম পাহাড়ে শিল্প সম্মেলন হবে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে থাকবেন দার্জিলিংয়ের বণিক মহলের প্রতিনিধিরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ডায়মন্ডহারবারে এটিএম জালিয়াতির শিকার বাবা-ছেলে, হারালেন বিপুল টাকা


পাহাড়ে আয়োজিত শিল্প সম্মেলনের মূল উদ্দেশ্য হল পাহাড়ের শিল্প সম্ভাবনাগুলি সকলের সামনে পেশ করা। বিশেষ করে চা, পর্যটন এবং অর্কিড। পাশাপাশি দার্জিলিংয়ের স্থানীয় সংস্কৃতিকেও নতুন আঙ্গিকে দেশের শিল্প মানচিত্রে তুলে ধরা।  ১৩ এবং ১৪ তারিখ দার্জিলিংয়ে এই শিল্প সম্মেলন হবে। ১৫ তারিখ জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ।


আরও পড়ুন : শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরি মেরে হাওয়া স্বামী