জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এতদিন ট্যাব জালিয়াতির ঘটনা ঘটছিল জেলাগুলি থেকে। কিন্তু এবার 'ট্যাব' জালিয়াতির ঘটনায় বাদ পড়ল না খাস কলকাতাও। শহরের বিভিন্ন কলেজে ট্যাবের টাকা নিয়ে গড়মিলের অভিযোগ। কলকাতার শতাধিক স্কুলপড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। কিন্তু এই টাকা যাচ্ছে কোথায় ? কীভাবে জড়িয়ে এই ট্যাব কেলেঙ্কারি ? সেই তদন্তে নেমে পুলিসের কাছে উঠে এল নতুন তথ্য। বেশ কিছু ফরেন আইপি অ্যাড্রেসের খোঁজ পেয়েছে কলকাতা পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Canning: জন্মদাতা বাবা-মা পগারপার, পথে পড়ে পায়ে শিকলবন্দি শৈশব!


যে ডিভাইসগুলো ব্যবহার করে ডেটা ম্যানুপুলেট করা হয়েছে, সেগুলো সেগুলো খতিয়ে দেখতে গিয়েই ওই ফরেন আইপি অ্যাড্রেসের হদিশ মিলেছে বলে জানা গিয়েছে পুলিস সূত্রে। এখন এই আইপিগুলি সত্যি-ই ফরেন আইপি নাকি আসল আইপি তথ্য লুকোতে মাস্কিং পদ্ধতি করে ফরেন আইপি হিসেবে দেখানো হচ্ছে, তার তদন্ত করে দেখা হচ্ছে।


প্রসঙ্গত, জেলায় জেলায় এই ট্যাব দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছে বহু। মালদহ থেকে বলরামপুর একের পর এক জেলায় পাকড়াও হয়েছে বহু। বাগডোগরা বিমানবন্দরের বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান, "ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা 'মিডিয়া ট্রায়ালের' ব্যপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রও হাইজ্যাক করেছে। রাজস্থানও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরেছি। এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে শিট গঠন করা হয়েছে। বাদবাকি যা যা করার তারা করবে। যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)