নিজস্ব প্রতিবেদন:  এবার থেকে আর ফোড়েদের দাপট চলবে না। কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা তথা কৃষক সমস্যা সমাধানে এবার কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এবার থেকে কৃষকদের থেকে সরাসরি কেনা হবে ধান।  নবান্নের বৈঠকে নেওয়া হয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। খুশি ধানচাষিরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফোড়েদের দেদার দাপট। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। ধানবিক্রি নিয়ে গোটা রাজ্যজুড়ে এমনই ভুরিভুরি অভিযোগ উঠছিল। পরিস্থিতি সামলাতে আগের সপ্তাহেই আচমকা অভিযানে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


আরও পড়ুন: বড় জয় বিজেপির, রাজ্যের নির্দেশ খারিজ করে রথযাত্রার অনুমতি দিল হাইকোর্ট


সেই কৃষক-সমস্যার সমাধান করতে নবান্নে বৈঠকে বসলেন খোদ মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব, কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং একাধিক জেলাশাসক। কৃষকদের থেকে সরাসরি ধান কেনার যে পাঁচ দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী।


কৃষকদের সহায়ক মূল্যে ধান কেনার ধান কেনার ৫ দাওয়াই দিল সরকার।


 **চেকেই ধানের টাকা দেওয়ার সিদ্ধান্ত কৃষকদের।


**আরটিজিএস পদ্ধাতিতে আর টাকা দেওয়া হবে না, জানাল রাজ্য


**ফড়ে নয়, কৃষকদের থেকে সরাসরি ধান কিনবে রাজ্য সরকার।


**ধান সংগ্রহের জন্য বাড়ানো হবে বিক্রয় কেন্দ্রের সংখ্যাও।


**ধান না কিনে মিথ্যা অজুহাতে কৃষকদের ফেরানো যাবে না।


আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় রদবদল: দমকল পেলেন সুজিত বসু, বাকি ৩ মন্ত্রী কে কোন দফতরে দেখুন


কৃষকদের স্বার্থে মুখ্যমন্ত্রী যে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে খুশি হুগলি জেলার  চাষিরা। সেই সঙ্গে ধান কেনার পরিমাণও কিছুটা বাড়ানোর দাবি  জানিয়েছেন তাঁরা।