Jalpaiguri: বেলুন দেওয়ার নামে `হাত-পা বেঁধে` শিশুকে `ধর্ষণ`, পলাতক অভিযুক্ত
ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়।
নিজস্ব প্রতিবেদন: নারকীয়! বেলুন পাওয়ার আশায় প্রতিবেশী যুবকের কাছে গিয়েছিল। 'ধর্ষণ' করা হল ৯ বছরের শিশুকন্যাকে। তাও আবার হাত-পা-মুখ বেঁধে! অভিযুক্ত পলাতক। ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধূপগুড়িতে।
জানা গিয়েছে, নির্যাতিতা শিশুর বাড়ি ধূপগুড়ির শহরের উত্তর বৈরাতিগুড়ি এলাকায়। স্থানীয় একটি প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রী সে। পুলিসকে শিশুটি মা জানিয়েছেন, বুধবার বিকেলে বাড়ির উঠোনেই খেলেছিল মেয়ে। বেলুন কিনে দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী যুবক চঞ্চল রায়। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে শিশুটি। কেন? হাত-পা-মুখ-বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী, যৌনাঙ্গ থেকে রক্তপাত হওয়ার শিশুটিকে নিয়ে যেতে হয় হাসপাতালে!
আরও পড়ুন: Murshidabad: গাড়ির দরজা 'লকড'! দমবন্ধ হয়ে মৃত্যু ২ শিশুর
পুলিস সূত্রে খবর, থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত যুবক। তার সন্ধানে তল্লাশি চলছে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)