সোমা মাইতি: হুগলির গুপ্তিপাড়ার পর এবার মুর্শিদাবাদের লালগোলা। নিখোঁজ থাকার পর মিলল নাবালকের মৃতদেহ। গুপ্তিপাড়ার শিশুটির দেহ মিলেছিল বাড়ির শৌচালয় থেকে। অন্যদিকে, লালগোলায় নিখোঁজ শিশুটির মরদেহ পাওয়া গেল বাড়ির কাছেই পুকুরপাড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-তন্ত্রসাধনার জন্য ৫ বছরের শিশুকে খুন? বাড়ির বাথরুম থেকেই উদ্ধার দেহ...


টানা একদিন নিখোঁজ থাকার পর শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবারের দাবি, অত্যাচার করে খুন করা হয়েছে ওই শিশুকে। মৃত শিশুর নাম সুরজিৎ দাস। বয়স ১১ বছর। বুধবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার সাগিয়া জগৎন্নাথপুর এলাকায়।


মৃতের পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে এসে খেলতে যায় ওই শিশুটি। এরপর আর তার আর খোঁজ পাওয়া যায়নি। কিন্তু সকালে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ের জঙ্গলে ওই শিশুটিকে দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয় ও পরিবার লোকেরা সেখানে গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে। পরিবারের দাবি, সুরজিৎ দাসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। পাশাপাশি আগুনের ছ্যাঁকা দিয়ে অত্যাচার করা হয়েছে।


এদিকে, এই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিস। তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কীভাবে মৃত্যু হল ওই শিশুর;সে বিষয়ে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিস।


উল্লেখ্য, গত শনিবার গুপ্তিপাড়ায় নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের স্বর্ণাভ সাহা। ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছে বলে। কিছু সময় পর তাকে আর দেখতে পাওয়া যায়নি। বেলা গড়িয়ে গেলেও শিশুর খোঁজ না মেলায় এলাকাবাসীও তন্নতন্ন করে খোঁজে। কোথায় চিহ্ন পর্যন্ত মেলেনি। রবিবার সকালে শিশুটির মৃতদেহ উদ্ধার হয় বাড়ির শৌচালয় থেকে।


শিশুটির নিখোঁজ হওয়ার পর পুলিসের দ্বারস্থ হয় পরিবার। বলাগড় থানার পুলিস আসে। হুগলি গ্রামীন পুলিসের অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বাধাগাছিতে শিশুর বাড়িতে যান। শিশুর বাড়ি খুব কাছেই রেল লাইন। গুপ্তিপাড়া রেল স্টেশন কয়েকশ মিটার দূরে। ড্রোন উড়িয়ে খোঁজ চালানো হয় দিনের বেলায়। সূত্রে পেতে রাতে নিয়ে আসা হয় স্নিফার ডগ। চলে তল্লাসী। যদি কোনও সূত্র পাওয়া যায় তার চেষ্টা চালানো হয়।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)