Hooghly: তন্ত্রসাধনার জন্য ৫ বছরের শিশুকে খুন? বাড়ির বাথরুম থেকেই উদ্ধার দেহ...

Hooghly: শনিবার সকালে নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের স্বর্ণাভ সাহা। ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছে বলে।কিছু সময় পর তাকে আর দেখতে পাওয়া যায়নি।বেলা গড়িয়ে গেলেও শিশুর খোঁজ না মেলায় এলাকাবাসীও তন্নতন্ন করে খোঁজে। কোথায় চিহ্ন পর্যন্ত মেলেনি। রবিবার সকালে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির শৌচালয় থেকে।

Updated By: Nov 24, 2024, 10:05 AM IST
Hooghly: তন্ত্রসাধনার জন্য ৫ বছরের শিশুকে খুন? বাড়ির বাথরুম থেকেই উদ্ধার দেহ...

বিধান সরকার: শনিবার সকালে নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের স্বর্ণাভ সাহা। ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছে বলে। কিছু সময় পর তাকে আর দেখতে পাওয়া যায়নি। বেলা গড়িয়ে গেলেও শিশুর খোঁজ না মেলায় এলাকাবাসীও তন্নতন্ন করে খোঁজে। কোথায় চিহ্ন পর্যন্ত মেলেনি। রবিবার সকালে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির শৌচালয় থেকে।

Add Zee News as a Preferred Source

জানা গিয়েছে, শিশুটির নিখোঁজ হওয়ার পর পুলিসের দ্বারস্থ হয় পরিবার। বলাগড় থানার পুলিস আসে। হুগলি গ্রামীন পুলিসের অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বাধাগাছিতে শিশুর বাড়িতে যান। শিশুর বাড়ি খুব কাছেই রেল লাইন। গুপ্তিপাড়া রেল স্টেশন কয়েকশ মিটার দূরে। ড্রোন উড়িয়ে খোঁজ চালানো হয় দিনের বেলায়। সূত্রে পেতে রাতে নিয়ে আসা হয় স্নিফার ডগ। চলে তল্লাসী। যদি কোনও সূত্র পাওয়া যায় তার চেষ্টা চালানো হয়।

আরও পড়ুন:Paschim Medinipur: ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা! ভাঙল বাইক, ছড়িয়ে গেল ফুল, ফুলবাজারের ৯ চাষিই...

শিশুটির বাবা যাদব সাহা একজন গাড়ি চালক। মা গৃহবধূ। তাদের  সন্তান বাড়ি থেকে কি করে হারিয়ে গেল বুঝতে পারছেন না। শিশুর প্রতিবেশি এলাকার বাসিন্দারা সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সামনেই ভিড় করেন। সুস্থ অবস্থায় শিশুটি যাতে উদ্ধার হয় সেই কামনাই সকলে করতে থাকে। কিন্তু শতচেষ্টা করা হলেও মর্মান্তিক পরিণতি হয় তাঁর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর ৫ টা নাগাদ বাড়ির বাথরুমে তাঁকে পাওয়া যায়। শিশুটির দাদু তাঁকে প্রথম দেখতে পায়। পুলিস তত্‍ক্ষণাত্‍ ঘটনাস্থলে এসে শিশুটিকে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় ঠাকুমা, দাদু, জেঠিমাকে আটক করেছে পুলিস। এই ঘটনায় তন্ত্র-যোগ খতিয়ে দেখছে পুলিস। তাদের নজরে এক তান্ত্রিকও।

পুলিস সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা-মায়ের সঙ্গে প্রতিদিনই প্রায় ঠাকুমা, জেঠিমার ঝামেলা লেগে থাকত। এমনকি শনিবার সন্ধ্যেবেলা যখন সকলে শিশুটিকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। তখন তার ঠাকুমা গিয়েছিল এক তান্ত্রিকের সঙ্গে দেখা করতে। সেই থেকে পুলিসের সন্দেহ আরও জোরালো হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.