নিজস্ব প্রতিবেদন:  জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর হঠাতই প্রচণ্ড কাশি। অভিযোগ, মাঝরাতে নার্সকে  তা  জানানোয় রেগে যান নার্স। এরপরেই শিশুকে একটি  ইঞ্জেকশন দেন কর্তব্যরত নার্স আর তারপরেই মৃত্যু।  নার্সের গাফিলতিতেই মৃত্যু হয়েছে  শিশুর,  অভিযোগ পরিবারের।  খতিয়ে দেখার আশ্বাস বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: চিটফান্ড তদন্তে সিবিআই-এর আরও একটি স্পেশ্যাল টিম,আগামিকাল পা রাখছে কলকাতায়


ফের শিশু মৃত্যর অভিযোগ, ফের কাঠগড়ায় হাসপাতাল। তবে এবার অভিযোগ, কর্তব্যরত নার্সের বিরুদ্ধে। শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে। কর্তৃব্যরত নার্সের বিরুদ্ধে  পরিবারের অভিযোগ, জ্বর নিয়ে ভর্তি হওয়া দেড় বছরের রোহন হাড়ির প্রচণ্ড কাশি শুরু হয় মাঝ রাতে। পরিবারের দাবি, নার্সকে তা জানানোয় ব্যাপক রেগে যান তিনি।


আরও পড়ুন, রাজীবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে কোনও চিঠি আসেনি : মুখ্যমন্ত্রী


ঘুমের ব্যাঘাত ঘটছে বলে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ। এরপরই নার্স একটি ইঞ্জেকশন দেওয়াতে শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।  খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।  শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। দোষীর শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা।