ওয়েব ডেস্ক : নড়বড়ে টেবিলের ওপর রাখা ছিল ভারী টিভি। মুহূর্তের অসতর্কতায় তা ভেঙে মৃত্যু হল বাড়ির আদরের খোকাটির। বুধবার রাতে বনগাঁর ভাসানপোতার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয়রা জানিয়েছেন, টিভি না চালালে ভাত খেতে চাইত না তিয়াস মল্লিক নামে শিশুটি। বুধবার রাতে টিভি চালিয়ে তাকে খাওয়াচ্ছিলেন মা। টিভিটি রাখা ছিল এক প্লাস্টিকের নড়বড়ে টেবিলের ওপরে। জরুরি দরকারে মা পাশের ঘরে ‌যেতেই তিয়াসের ঘাড়ের ওপর হুড়মুড় করে ভেঙে পড়ে টেবিলসহ টিভি। গুরুতর আহত ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছোটেন মা। কিন্তু আধঘণ্টার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।


বৃহস্পতিবার বনগাঁ হাসপাতালে শিশুটির দেহের ময়নাতদন্ত হয়েছে। ছটফটে ছেলেটার এহেন মৃত্যু মানতে পারছেন না পাড়ার বাসিন্দারা।


আরও পড়ুন- সুচকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য: মঙ্গলার সঙ্গে লাগামহীন উদ্দাম জীবনে বাধা ছোট্ট শিশু, তাই খুন!