পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে হিংসায় ফের মালদায় গুলিবিদ্ধ শিশু
ফের রাজনৈতিক সংঘর্ষে গুলিবিদ্ধ এক শিশু। মালদার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের তালশূরের ঘটনা।
নিজস্ব প্রতিবেদন : ফের রাজনৈতিক সংঘর্ষে গুলিবিদ্ধ এক শিশু। মালদার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের তালশূরের ঘটনা।
মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দখলকে কেন্দ্র করে কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে গুলির লড়াই চলে। সেই লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয় চার বছরের বাপি হরিজন। গুলি লাগে রফিকুল শেখ নামে আরও একজনের। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে আনা হয়েছে।
আরও পড়ুন, শিক্ষক দিবসে বিশ্বভারতীতে অধ্যক্ষ-অধ্যাপক-অধ্যাপিকাদের 'লুঙ্গি ড্যান্স'! দেখুন ভিডিও
যদিও, এই ঘটনায় তাদের কেউ জড়িত নেই বলেই দাবি করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। জমি দখলের চেষ্টাকে ঘিরেই সংঘর্ষ বলে জানিয়েছেন শাসক দলের নেতারা। প্রসঙ্গত, দিন কয়েক আগেই পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে হিংসায় গুলিবিদ্ধ হয় মালদার মানিকচকের মৃণাল।
আরও পড়ুন, রাতের অন্ধকারে হাতসাফাই, ক্যাবিনেট ভেঙে লুঠ এটিএম-এর সব টাকা
মাথায় গুলি লাগে বিজেপি কর্মী পুতুল দাসের ৩ বছরের ছেলে মৃণালের। গুলিতে এফোঁড়- ওফোঁড় হয়ে যায় মৃণালের কপাল। মালদা মেডিক্যালে যমে-মানুষে টানাটানির পর অবশেষে সুস্থ হওয়ার পথে মৃণাল।