জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিলকিস বানোর মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে বিজেপির বিরুদ্ধে পথে নামল তৃনমূল। বিলকিস বানো ধর্ষনে অভিযুক্ত এগারো জন অভিযুক্তের সাজা মুক্তির সুপারিশ করেছিল গুজরাট সরকার। ২০২২ সালের ১৫ অগস্ট সাজাপ্রাপ্তদের মুক্তির সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০২ সালে গোধরাকান্ডের পর অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ ও তার মেয়েকে আছাড়া মেরে খুন করা হয়। এই ঘটনা মুম্বই এর সিবিআই আদালতে বিরল থেকে বিরলতম ঘটনা বলে উল্লেখ করে সিবিআই।


সেই মামলা গুজরাটে নিয়ে এসে অভিযুক্তদের সাজা মুকুব করে দেওয়া হয়।


আরও পড়ুন: Canning Local: বসার জায়গা নিয়ে লোকাল ট্রেনের মহিলা কামরায় চুলোচুলি, জখম মা ও ২ মেয়ে!


বিলকিস দেশের সর্বোচ্চ আদালতে গেলে গতকাল সেই মামলায় এগারো জন অভিযুক্তের সাজা বহাল রাখে সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারকে তীব্র ভৎসনা করে সুপ্রিম কোর্ট বলে যে এই ধরনের অপারাধে যুক্তদের বাইরে ঘোরার অধিকার নেই। গুজরাট সরকারের এক্তিয়ারও নেই বলে জানায়। সুপ্রিম রায়ে আশ্বস্ত হয় বিলকিস বানো।


সুপ্রিম কোর্টের সেই রায়কে ধন্যবাদ জানিয়ে পথে নামে তৃনমূল। চুঁচুড়া পিপুলপাতি থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক অসিত মজুমদার।


আরও পড়ুন: Bengal weather Today: আসছে শীতের দ্বিতীয় স্পেল! কবে থেকে 'সিভিয়ার ‌কোল্ড ডে'?


বিধায়ক বলেন, ‘বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে সরকার নারীদের উপর অত্যাচার করছে। বিলকিস ও তার পরিবার সেই অত্যাচারের শিকার। খুনি ধর্ষকদের আশ্রয় দেয় প্রশ্রয় দেয় বিজেপি। তাই বিলকিসের উপর যে পাশবিক অত্যাচার হয়েছিল তার পরেও এগারো জনের সাজা মুকুব কি করে করে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতিলিপি আমরা মানুষের বাড়ি বাড়ি বিলি করব’।


বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের উপর কিছু বলব না। তবে তৃনমূলের যারা মিছিল করছেন তাদের বলব কামদুনী নিয়ে মিছিল করুন। সেখানেও তো পাশবিকভাবে অত্যাচার করে খুন করা হয়েছিল ছাত্রীকে। রাজ্যের পুলিস এমন তদন্ত করল অভিযুক্তরা খালাস পেয়ে গেলো। সেই কামদুনীর নির্যাতিতার সঠিক বিচার পেতে রাষ্ট্রপতির কাছে যেতে হচ্ছে কেন?’


চুঁচুড়া পুরসভার কাউন্সিলর তৃনমূল মহিলা নেত্রী অনিন্দিতা মন্ডল রাজবংশি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ করেন। বিলকিস বানো যেমন জাস্টিস পেয়েছে এখানেও পাবে’।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)