নিজস্ব প্রতিবেদন: চিতাবাঘের আনাগোনা ক্রমশ বাড়ছে মাল ব্লকে। চিতাবাঘের হানায় মরল বাছুর। আতঙ্কিত সাধারণ মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিতাবাঘের আনাগোনা ক্রমশ বাড়ছে মাল ব্লকের (malbazar) মানাবাড়ি চা-বাগান (tea garden) এলাকায়। সোমবার রাতে শ্রমিক মহল্লা থেকে একটি গোশাবককে টেনে নিয়ে যায় একটি চিতাবাঘ। বাছুরটির চিৎকারে বাড়ির এবং আশেপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। সকলে দেখেন, গোয়ালঘর থেকে সেটিকে টেনে নিয়ে যাচ্ছে একটি চিতাবাঘ (chitabagh)। সকলে চিৎকার করায় চা-বাগানের পাশে বাছুরটিকে ছেড়ে পালিয়ে যায় চিতাবাঘটি। তবে চিতাবাঘের আক্রমণ মৃত্যু হয় তার।


আরও পড়ুন: WB assembly election 2021: সেতুবন্ধের আশায় নদী পেরিয়ে, কয়েক কিলোমিটার হেঁটে ভোট দিলেন ওঁরা


গত কয়েকদিন ধরেই এই মানাবাড়ি চা-বাগান এলাকায় চিতাবাঘের উপদ্রব বেড়েছে। সেই কারণে চা-বাগানে খাঁচাও পেতেছে বন দপ্তর (forest department)। কিন্তু এখনও খাঁচাবন্দি হয়নি চিতাবাঘ।


জানা গিয়েছে, এই চা-বাগানে ১৭ এপ্রিল ভোট গ্রহণের জন্য সেন্টারও হয়েছে। কিন্তু যে ভাবে চিতাবাঘ বারবার বাগান এবং শ্রমিক মহল্লায় চলে আসছে তাতে সকলেই আতঙ্কিত। কারণ ভোটের দিন মানুষের উপস্থিতি বেশি থাকবে এই চা-বাগান এলাকায়। সেই সময়ে চিতাবাঘ আক্রমণ করলে বিপদ ঘটবে। চা-শ্রমিকদের বক্তব্য, অবিলম্বে চিতাবাঘকে খাঁচাবন্দি করুক বন দপ্তর।


আরও পড়ুন: একটি বুনো হাতি রেললাইন ধরে ট্রেনের দিকেই এগিয়ে আসছিল! তারপর?