কুকুরের তাড়ায় দৌড়চ্ছিল ছোট্ট হরিণটি, উদ্ধার করলেন গ্রামবাসীরা

হরিণটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Updated By: Mar 29, 2021, 03:10 PM IST
কুকুরের তাড়ায় দৌড়চ্ছিল ছোট্ট হরিণটি, উদ্ধার করলেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিবেদন: একটি দলছুট হরিণকে উদ্ধার করে সেটিকে বনদপ্তরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা।

ঘটনাটি ঘটেছে সোমবার মালবাজার (malbazar) মহকুমার নাগরাকাটার (nagrakata) ছাড়টন্ডু বস্তি এলাকায়। 

আরও পড়ুন: আচমকা ৩৫ টি হাতি চা-বাগানে! আতঙ্কিত শ্রমিকেরা দৌড়লেন কাজ ছেড়ে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন হঠাৎই একটি হরিণকে (deer) তাড়া করছিল কুকুরের দল (streetdogs)। ভয় পেয়ে দৌড়চ্ছিল হরিণটি। গ্রামবাসীরা তা লক্ষ্য করে হরিণটিকে উদ্ধার করে একটি দোকানে ঢুকিয়ে রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন ডায়না রেঞ্জের রেঞ্জার প্রণবকুমার দাস। তিনি হরিণটিকে গ্রামবাসীদের থেকে নিয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেন।

খুনিয়ার রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, সাব অ্যাডাল্ট হরিণটিকে লাটাগুড়ি (lataguri) প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসার পর সুস্থ হলেই হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ১৬টি শকুনের মৃত্যু মালবাজারে, অসুস্থ আরও ২৪

.