অরূপ লাহা ও পিয়ালী মিত্র: মঙ্গলবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল বর্ধমানের এক পুলিস আধিকারিক ও এক সিভিক ভলান্টিয়ারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সকাল পৌনে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে জামালপুর আঝাপুরের কাছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি গাড়ির চালক। প্রবল ধাক্কায় গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।


পুলিস সূত্রে খবর, একটি বোলেরো গাডি করে কলকাতার দিকে যাচ্ছিলেন সিআইডির ডিএসপি(বর্ধমান ) প্রশান্ত কুমার নন্দী। সঙ্গে ছিলেন সিভিক সন্তোষ সরকার ও চালক শুভঙ্কর মাঝি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রেলারে। প্রবল সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডিএসপি ও সিভিক ভলান্টিয়ারের।


গুরুতর আহত হন গাড়ির চালক শুভঙ্কর মাঝি। তাকে ভর্তি করা হয় বর্ধমানের অনাময় হাসপাতালে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কোনওক্রমে নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটি ট্রেলারে ধাক্কা মারে গাড়িটি। 


দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে যান জেলা পুলিস সুপার কামনাশীষ সেন। সংবাদমাধ্য়মে তিনি জানান, দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন।


আরও পড়ুন-TMC Shahid Diwas: কাকদ্বীপ থেকে পায়ে হেঁটে কলকাতা, ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে ধর্মতলার পথে ২ তৃণমূল কর্মী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)