নিজস্ব প্রতিবেদন : প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাল সিআইডি। ব্যবসায়ীর নাম শান্তনু চক্রবর্তী। পশ্চিম মেদিনীপুরের কুইকোঠা ও রবীন্দ্রনগর এলাকার দুটি ফ্ল্যাটে হানা দেয় ১২ জনের একটি দল। বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে সিআইডি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতী ঘোষের বিরুদ্ধে হুমকি, তোলাবাজি, প্রতারণা করে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। পশ্চিম মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী চন্দন মাজি এই অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পরই নড়েচড়ে বসে সিআইডি। শুক্রবার ২ ফেব্রুয়ারি একযোগে ভারতী ঘোষের কলকাতা, পশ্চিম মেদিনীপুর ও সোনারপুরের বাড়িতে তল্লাসি চালানো হয়। তল্লাশি চালানো হয় নাকতলায় ভারতী ঘোষের স্বামীর বাড়িতেও। দিনভর তল্লাসিতে উদ্ধার হয় বিপুল পরিমাণে নগদ, সোনা ও সম্পত্তির নথি।


আরও পড়ুন- ভারতী ঘোষের মাদুরদহের বাড়িতে সিআইডি তল্লাশি


এরপরই ভারতী ঘোষকে ভবানী ভবনে তলব করে নোটিস পাঠায় সিআইডি। তবে সেই নোটিসের কোনও উত্তর দেননি প্রাক্তন আইপিএস। এরপর ভারতীর বাড়ি গিয়ে তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস ধরায় সিআইডি। কিন্তু সেই নোটিসেরও উত্তর না দেওয়ায়, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাঁর বিরুদ্ধে।


আরও পড়ুন- উদ্ধার কোটি টাকার নগদ-গয়না, ভবানী ভবনে তলব ভারতীকে


অন্যদিকে, ভারতী ঘোষ ঘনিষ্ঠ দুই পুলিস অফিসার চিত্ত পাল ও শুভঙ্কর দে-কে গ্রেফতার করেছে সিআইডি। চিত্তপাল ঘাটাল থানার ওসি ছিলেন। পরে তিনি ডেবরা থানা হয়ে, শেষমেশ কেশিয়ারি থানার দায়িত্বে ছিলেন। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৬ লক্ষ টাকা। শুভঙ্কর দে ছিলেন ঘাটাল সার্কেলের ইন্সপেক্টর। তাঁর বাড়ি থেকে উদ্ধার ৪০ লক্ষ টাকা। সিআইডি-র দাবি পুরোটাই হিসাব বহির্ভুত টাকা।