ওয়েব ডেস্ক : কাটোয়ার পানুহাটে মিলল অবৈধ অ্যাসিড কারখানার হদিস। প্রায় ২০০ লিটার অ্যাসিড উদ্ধার করল CID।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে এলাকায় অবৈধ অ্যাসিড কারখানার কথা। অবৈধ অ্যাসিড কারবার চালানোর অভিযোগে CID গ্রেফতার করে পানুহাট বারুজীবী কলোনীর বাসিন্দা বিশ্বজিত্ মণ্ডলকে। তাঁর বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয় প্রায় ৮০০ লিটার অ্যাসিড। এই বিশ্বজিত্ মণ্ডলকে জেরা করেই CID  অবৈধ অ্যাসিড কারখানার হদিশ পায়। নিজের বাড়িতেই গোপনে অ্যাসিড তৈরি করতেন তিনি।


এরপরেই সেখানে হানা দেন গোয়েন্দারা। CID তদন্তকারীদের দাবি, এত বড় অবৈধ অ্যাসিড কারবার রাজ্যে আর নেই। এখান থেকে বর্ধমান, বীরভূম, নদিয়া মুর্শিদাবাদ ছাড়াও উত্তরবঙ্গে অ্যাসিড সাপ্লাই হত। বাংলাদেশ থেকে নদিয়া হয়ে আসত রসদ। অ্যাসিড চক্রের আরও কিছু পাণ্ডার খোঁজ পেয়েছেন গোয়েন্দারা।


আরও পড়ুন, দু'দিন কেটে গেলেও তিলজলা দুষ্কৃতী তাণ্ডবের অভিযুক্তরা এখনও অধরা