নিজস্ব প্রতিবেদন: কল্যাণী এইমসে (Kalyani AIIMS) চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ। অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী ড. সুভাষ সরকার, সাংসদ জগন্নাথ সরকার ও ২ বিজেপি (BJP) বিধায়ক সহ ৮ জনের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন এক চাকরিপ্রার্থী। সেই ঘটনায় তদন্তভার হাতে নিল সিআইডি। ৪২০, ১২০বি ধারায় দায়ের হয়েছে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, হরিণঘাটার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, কল্যাণী এইমস-এর ডিরেক্টর রামজি সিংয়ের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। অভিযোগের তির বিজেপির দুই সাংসদ ও দুই বিধায়কের দিকে। প্রসঙ্গত, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে দুর্নীতি হয়েছে বলে ২০ মে কল্যাণী থানায় অভিযোগ করেন সরিফুল ইসলাম নামে মুর্শিদাবাদের এক বাসিন্দা। তাঁর অভিযোগ, তিনি একজন চাকরিপ্রার্থী। কিন্তু কয়েকজন বিজেপি নেতা টাকার বিনিময়ে নিজেদের প্রভাব খাটিয়ে অনেককে কল্যাণীর এইমসে বিভিন্ন পদে চাকরি পাইয়ে দিয়েছেন। 


সেই মামলারই তদন্তভার হাতে নিল সিআইডি। বলাই বাহুল্য যে দলের চার জনপ্রতিনিধির নাম জড়ানোয় অস্বস্তিতে বিজেপি। যদিও, এই বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, "চাকরি হয়েছে। খুব ভালো কাজ হয়েছে। আমি পয়সা নিয়ে চাকরি দেয়নি। ভবিষ্যতে আরও দেব। বাংলায় ক্ষমতায় এলে সমস্ত বেকারদের চাকরি দেব প্রভাব খাটিয়ে।" 


আরও পড়ুন, Singer KK Death: কেকে'র মৃত্যুতে 'শিক্ষা', কলেজ ফেস্ট নিয়ে টিএমসিপিকে কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের


Abhishek Banerjee: ইডি-র 'আশঙ্কা' খারিজ, দুবাই যাওয়ার অনুমতি অভিষেক-রুজিরাকে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)