নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব আইন(Citizenship Act) নিয়ে দেশজুড়ে বেজায় চাপে সরকার। দেশের অধিকাংশ শহরে চলছে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ইতিমধ্যেই বিক্ষোভের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে ১৩ জনের ।  পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নামছে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সোমবার নাড্ডার নেতৃত্বে মহামিছিল, নাগরিকত্ব আইনের সমর্থনে শহরে অভিনন্দন যাত্রা বিজেপির
আগামী ১০ দিন দেশের প্রতিটি জেলায় নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল করবে বিজেপি। একেবারে গ্রামস্তরে যোগাযোগ করা হবে ৩ কোটি পরিবারের সঙ্গে। আইনটি নিয়ে মানুষকে বোঝাতে দেশের ২৫০ শহরে করা হবে সাংবাদিক সম্মেলন। শনিবার রাজধানীতে একথা জানান বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব।


যাদব বলেন, বিরোধীরা নাগরিকত্ব আইন নিয়ে যে মিথ্যে রটানো হচ্ছে তার মোকাবিলা করা হবে। এনিয়ে কংগ্রেসের অতীতও স্পষ্ট করা হবে। ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যেসব উদ্বাস্তু এদেশে এসেছেন তাদের সঙ্গে নিয়ে মিছিলে হাঁটবে বিজেপি।


উল্লেখ্য, আইনটি দেশের সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করতেই তৈরি করা হয়েছে বলে দাবি করাছে বিরোধীরা। এনিয়ে যাদব বলেন, দলের স্পষ্ট মত এদেশে মুসলিম, হিন্দু,শিখ, খ্রিষ্টান, পার্সি, বৌদ্ধরা একসঙ্গেই থাকবেন। তাঁরা সবাই এদেশের নাগরিক। সম্মানের সঙ্গে তাঁদের এদেশে থাকার অধিকার রয়েছে।



আরও পড়ুন-"বিচ্ছিন্নতাবাদীদের ভাষায় কথা বলছেন মমতা", গণভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন দিলীপ ঘোষ


তৃণমূল, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদের নিশানা করে যাদব বলেন, তৃণমূল কংগ্রেস, আরজেডি, কংগ্রেসের মতো দল নাগরিকত্ব আইন নিয়ে সরকার বিরোধী আন্দোলন করছে।  এনিয়ে এতদিন যে হিংসা হয়েছে তা কি তারা সমর্থন করে?