মনোজ মণ্ডল: বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার আরামডাঙ্গা এলাকায় বনগাঁ বাগদা সড়কে | মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সৌমিত্র আচার্য(৩২) | বাড়ি বনগাঁ থানার আরামডাঙ্গা এলাকায় | বনগাঁ থানায় কর্মরত | দুর্ঘটনার খবর পেয়ে পুলিস ঘাতক ট্রাকটিকে আটক করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আপাতত চলবে শীতের দাপুটে ব্যাটিং, রাজ্যে আচমকা হাওয়া বদল কবে...


পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছে বাজার করে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল সৌমিত্র। পিছন থেকে একটি ট্রাক এসে তাকে ধাক্কা মারে | স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন |
 
স্থানীয়দের অভিযোগ বনগাঁ বাগদা সড়ক দিয়ে জলের পাইপ বসানোর জন্য দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়ার কাজ চলছে। রাস্তাগুলি বিপদজনক অবস্থায় রয়েছে। সংকীর্ণ রাস্তায় ঘটছে দুর্ঘটনা |


পরিবারের লোকেরা জানিয়েছে সৌমিত্রর স্ত্রী ও একটি ছোট্ট বাচ্চা আছে। পরিবারের এখন কী হবে সেটা ভেবেই কান্নায় ভেঙে পড়েছে সকলে।


স্থানীয় এক যুবক বলেন, রাস্তার অবস্থা খুব খারাপ। দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে আনতে ২ ঘণ্টা সময়ে লেগে যায়। একটু আগে আনলে হয়তো কিছু হতে পারত। রাস্তার অবস্থা খুব খারাপ, প্রচুর জ্যাম। গাড়িতে যখন তোলা হয় তখনও উনি বেঁচে ছিলেন। কথা বলতে পারছিলেন না। গোঁগাচ্ছিলেন। বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)