নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত নানুর।  দুই গোষ্ঠীর সংঘর্ষে নানুরে ব্যাপক বোমাবাজি, গুলির লড়াই। একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।  এলাকায় পুলিস, কমব্যাট ফোর্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখলকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের।  গত মাসের শেষের দিকেই গণ্ডগোল বাঁধে দুপক্ষের। একই ইস্যুতে বুধবার রাতেও অশান্তি ছড়ায়। অভিযোগ, রাতেই শুরু হয় দুপক্ষের বোমাবাজি।     


আরও পড়ুন:    প্রণবের দেহ পৌঁছতেই কান্নার রোল মুর্শিদাবাদে            


অভিযোগ, একপক্ষের বোমাবাজির পর জ্বালিয়ে দেওয়া হয় এক তৃণমূল কর্মীর বাড়ি। ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়িটি। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা নানুরে। পুলিস তল্লাশি চালিয়ে গ্রামের রাস্তা থেকে প্রচুর পরিমাণ বোমার খোল, সুতলি, বোমা তৈরির মশলা উদ্ধার করেছে। এলাকায় চলছে পুলিসি টহল।