পুলিস-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত চোপড়া, আহত ৬ পুলিসকর্মী
রবিবার দুপুরে বিভিন্ন মামলার পলাতক আসামীদের ধরপাকড় করতে গেলে আচমকাই পুলিস-জনতা খন্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যেতে বিশাল পুলিস বাহিনী গিয়ে পৌঁছয়।
নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত চোপড়া। পুলিস-জনতা খন্ড যুদ্ধে সরগরম চোপড়া থানার লক্ষীপুর। অভিযোগ, জনতার ছোড়া ইট পাথরে আহত হয়েছেন পুলিসের এক মহিলা কনস্টেবল সহ ৬। ভাঙচুর করা হয়েছে পুলিসের বেশ কয়েকটি গাড়ি-ও। এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ আনলেও সে কথা মানতে চাননি জেলা পুলিশ সুপার সুমিত কুমার। ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন- ভোটের ডিউটি নিয়ে শিক্ষকদের হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের
রবিবার দুপুরে বিভিন্ন মামলার পলাতক আসামীদের ধরপাকড় করতে গেলে আচমকাই পুলিস-জনতা খন্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যেতে বিশাল পুলিস বাহিনী গিয়ে পৌঁছয়। আহত পুলিশ কর্মীদের দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। লক্ষীপুর গ্রামে মোতায়েন করা হয়েছে চোপড়া থানার বিশাল পুলিসবাহিনী। জেলা পুলিস সুপার সুমিত কুমার জানিয়েছেন, পুলিসের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জনতার ছোড়া ঢিলে আমাদের কমপক্ষে জন পুলিশ কর্মী আহত হয়েছে।
তৃনমূল কংগ্রেসের তরফে কংগ্রেস, সিপিএম, বিজেপি র মিলিত সন্ত্রাসের অভিযোগ করেছেন ব্লক যুব তৃনমুল নেতা জাকির আবেদিন। কংগ্রেস নেতৃত্ব অবশ্য প্রথমে ব্যবসায়ীদের প্রতিবাদে পুলিসি হামলা বলে দাবী করে। পরে পুলিশ পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতৃত্বদের বাড়িতে আক্রমণ করেছে বলে বাবি কংগ্রেসের।